যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার
- Update Time : ০৭:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন- ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮)। উপজেলা ছাত্রলীগের সদস্য ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮)। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিন (৩৮)কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল।























