লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবসে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা
- Update Time : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। সভায় বাংলাদেশ হাইকমিশন লন্ডন এর পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দকে সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বসহকারে আমন্ত্রণ জানানো হয়।

অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল-হাদী অতিথি হিসেবে হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে যোগদান করেন। সভায় দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ।























