সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক- সৈয়দ তালহা আলম এবি পার্টিতে যোগদান
- Update Time : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের অন্যতম শক্তিশালী ও আলোচিত নেতা সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেছেন। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে সুনামগঞ্জের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ তালহা আলম জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয়। স্থানীয় পর্যায়ে তার শক্ত সংগঠন, তরুণদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ড তাকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার যোগদানে AB Party সুনামগঞ্জ জেলায় একটি বাস্তব ও কার্যকর সাংগঠনিক শক্তি পেতে যাচ্ছে।
সৈয়দ তালহা আলম দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। তিনি বলেন, “এই ঘটনা আমাকে স্পষ্টভাবে বুঝিয়েছে—বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, প্রো-বাংলাদেশি ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি আমার বাংলাদেশ পার্টিতে যোগ দিয়েছি এবং পরিবর্তনের পথে কাজ করতে চাই।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তালহা আলমের অতীত ভূমিকা- জুলাই বিপ্লব, যুগপৎ আন্দোলন এবং নাগরিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ- তাকে তরুণ ও পরিবর্তনকামী ভোটারদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করেছে।
এবি পার্টি সূত্র জানায়, তালহা আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কাঠামো জোরদার করা হবে। এতে করে আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টি ও গণতান্ত্রিক সংস্কার জোট সুনামগঞ্জ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই যোগদান শুধু একটি দলীয় পরিবর্তন নয়- বরং এটি সুনামগঞ্জের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা, যেখানে নীতি, সংগঠন ও বাস্তব নেতৃত্ব একসঙ্গে এগিয়ে যাবে।























