০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আপনাদের খাদিম হলে বৈষম্যহীনভাবে দুই থানার উন্নয়নে কাজ করবো- শাহীনুর পাশা চৌধুরী

  • Update Time : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমির এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আগামী দিনে আল্লাহ পাক রাব্বুল আল আমীন যদি রিকশা প্রতীকে বিজয়ী করে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, খেটেখাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে খাদিম হিসেবে কবুল করেন আমি বৈষম্যহীনভাবে দুই থানার মানুষের উন্নয়নে কাজ করে যাবো।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজার এলাকায় এই বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

সভায় তিনি আরো বলেন, আমি এই নির্বাচনী এলাকার ৫২৪ গ্রামের প্রতিটি ঘরে ঘরে ঘুরেছি, প্রত্যেকের উঠানে গিয়েছি। আপনাদের কথা শুনার চেষ্টা করেছি, রাত্রিযাপন করেছি। বাংলাদেশের কোনো এমপি বা এমপি প্রার্থী এরকম ঘুরেছেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এমপি থাকাকালীন সময় একমাত্র শাহীনুর পাশাই প্রতিটি গ্রামে গিয়েছেন। এজন্য প্রতিটি গ্রামে আমার উন্নয়নের ছোঁয়া এখনো আছে।

র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দিন ছালেহ। একই কমিটির সাধারণ সম্পাদক মাও. আজির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাও. মো. সানা উল্লাহ্, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. সাইফুর রহমান সাজাওয়ার, সহ-প্রচার সম্পাদক মাও. আবদুস শহিদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাও. নূরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাও. আশিকুর রহমান প্রমূখ। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আপনাদের খাদিম হলে বৈষম্যহীনভাবে দুই থানার উন্নয়নে কাজ করবো- শাহীনুর পাশা চৌধুরী

Update Time : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমির এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আগামী দিনে আল্লাহ পাক রাব্বুল আল আমীন যদি রিকশা প্রতীকে বিজয়ী করে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, খেটেখাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে খাদিম হিসেবে কবুল করেন আমি বৈষম্যহীনভাবে দুই থানার মানুষের উন্নয়নে কাজ করে যাবো।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজার এলাকায় এই বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

সভায় তিনি আরো বলেন, আমি এই নির্বাচনী এলাকার ৫২৪ গ্রামের প্রতিটি ঘরে ঘরে ঘুরেছি, প্রত্যেকের উঠানে গিয়েছি। আপনাদের কথা শুনার চেষ্টা করেছি, রাত্রিযাপন করেছি। বাংলাদেশের কোনো এমপি বা এমপি প্রার্থী এরকম ঘুরেছেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এমপি থাকাকালীন সময় একমাত্র শাহীনুর পাশাই প্রতিটি গ্রামে গিয়েছেন। এজন্য প্রতিটি গ্রামে আমার উন্নয়নের ছোঁয়া এখনো আছে।

র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দিন ছালেহ। একই কমিটির সাধারণ সম্পাদক মাও. আজির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাও. মো. সানা উল্লাহ্, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. সাইফুর রহমান সাজাওয়ার, সহ-প্রচার সম্পাদক মাও. আবদুস শহিদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাও. নূরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাও. আশিকুর রহমান প্রমূখ। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ