১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত

  • Update Time : ০৮:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ থানা রোড ও কলেজ রোড এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে শনিবার দুপুরে যৌথ অভিযানে নামে উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা। এ সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার পাশাপাশি ফুটপাতের দোকানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পৌরসভার গাড়িতে সরিয়ে নেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকার বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে থানা রোড ও কলেজ রোডে যানবাহন ও মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। শহরকে তার আগের রূপে ফিরিয়ে আনতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত

Update Time : ০৮:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ থানা রোড ও কলেজ রোড এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে শনিবার দুপুরে যৌথ অভিযানে নামে উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা। এ সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার পাশাপাশি ফুটপাতের দোকানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পৌরসভার গাড়িতে সরিয়ে নেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকার বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে থানা রোড ও কলেজ রোডে যানবাহন ও মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। শহরকে তার আগের রূপে ফিরিয়ে আনতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ