দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০
- Update Time : ০২:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বোরো জমির সেচের পানি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বোরো জমিতে সেচের পানি নেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তারা হলেন—ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫) ও শফিকুল ইসলাম (৩০)। বাকি আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।























