১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগ

  • Update Time : ০১:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মামলার সাক্ষীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে মামলার সাক্ষী সহ দুইজন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ভর্তি সহ চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের শায়েক মিয়ার স্ত্রী কাচা মালা (৫৫), মামলার সাক্ষী শায়েক মিয়া (৬৫)।

মামলার সাক্ষী শায়েক মিয়ার অভিযোগ, গ্রামের আব্দুস শহিদ ও তার মেয়েকে একই গ্রামের ওয়াতিব উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের এ ঘটনায় আব্দুস শহিদ সম্প্রতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে (শায়েক মিয়াকে) সাক্ষী করা হয়।

এতে জাহাঙ্গীর আলম ক্ষুব্ধ হন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা রাতে জাহাঙ্গীর আলম সহ তার লোকজন শায়েক মিয়ার বাড়িঘরে ঢুকে হামলা, ভাংচুর ও মারধর করে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শায়েক মিয়া। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগ

Update Time : ০১:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মামলার সাক্ষীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে মামলার সাক্ষী সহ দুইজন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ভর্তি সহ চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের শায়েক মিয়ার স্ত্রী কাচা মালা (৫৫), মামলার সাক্ষী শায়েক মিয়া (৬৫)।

মামলার সাক্ষী শায়েক মিয়ার অভিযোগ, গ্রামের আব্দুস শহিদ ও তার মেয়েকে একই গ্রামের ওয়াতিব উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের এ ঘটনায় আব্দুস শহিদ সম্প্রতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে (শায়েক মিয়াকে) সাক্ষী করা হয়।

এতে জাহাঙ্গীর আলম ক্ষুব্ধ হন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা রাতে জাহাঙ্গীর আলম সহ তার লোকজন শায়েক মিয়ার বাড়িঘরে ঢুকে হামলা, ভাংচুর ও মারধর করে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শায়েক মিয়া। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ