শান্তিগঞ্জের ইউএনওকে চেয়ারম্যানবৃন্দের বিদায় সংবর্ধনা
- Update Time : ১২:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা। সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা। বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের পরিচালনায় বক্তব্য দেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদ নুর আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, ইউপি সদস্য রোশন আলী, হাবিবুর রহমান, সবুজ মিয়া সহ সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।























