১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা

  • Update Time : ১০:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে বসবাসরত ইনাতনগর গ্রামবাসীর উন্নয়নে গঠন করা হয়েছে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট। শুক্রবার (৫ ডিসেম্বর) ইনাত নগর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি গঠনের মাধ্যমে ট্রাস্টের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। জানা গেছে, এলাকাবাসীর উন্নয়নে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার পরিকল্পনা প্রায় পাঁচ বছর ধরে চলছে। ২০১৯ সালে যুক্তরাজ্যের লিডসে অনুষ্ঠিত ইনাত নগর গ্রামবাসীর এক অনুষ্ঠানে এই ট্রাস্টের প্রস্তাব অনুমোদন করে বাস্তবায়নের অনুমতি প্রদান করা হয়। সেই সিদ্ধান্তের পর ওলিউর রহমানকে প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল করিমকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে শুক্রবার এই ট্রাস্ট বাস্তব রূপ নেয়। কমিটির দায়িত্বশীলরা জানান, অনেকেই হয়তো জানতে চাইবেন যে, ট্রাস্ট উদ্বোধনে এত সময় লাগলো কেনো? এই দীর্ঘ সময় জুড়ে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যা সমাধানের জন্য সতর্কভাবে কাজ করতে হয়। অবশেষে সকল বাধা অতিক্রম করে ইনাত নগর গ্রামবাসীর কল্যাণে এই ট্রস্টের আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।

 

যুক্তরাজ্য বসবাসরত ইনাত নগর গ্রামবাসীর সবার সর্বসম্মতিক্রমে বহুল আকাঙ্ক্ষিত এই সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত গ্রামবাসীদের নিয়ে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সদস্য সংগ্রহ কাজ শুরু হবে। এলাকার উন্নয়নে এই সংগঠনটি সার্বিকভাবে কাজ করবে। আমরা এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য;

গ্রামের গরীব ও অভাবগ্রস্থদেরকে সহযোগিতা করা।

অভাবী মানুষের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে ক্ষুধা ও গৃহহীনতা প্রতিরোধে কাজ করা।

গ্রামের যুবসমাজের জন্য শিক্ষা ও বিনোদনমূলক কাজের সুযোগ সৃষ্টি করা।

গ্রামবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা।

আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি যে, ইনাত নগরের প্রত্যেক বাসিন্দা যেন এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন। আমরা সবাই একসাথে এগিয়ে এলে আমাদের সমাজের সবচেয়ে প্রয়োজনমুখী মানুষদের সহায়তা করা সহজ হবে।

যাদের বয়স ১৮ বৎসর বা এর উপরে তাদের সকলের জন্য সদস্যপদ উন্মুক্ত থাকবে।

ট্রাস্টের বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য বা ব্যাখ্যার প্রয়োজন হয়, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না।

বিনীত,

ওলীউর রহমান সভাপতি: আব্দুল করিম (লিডস্) সাধারণ সম্পাদক:

যুক্তরাজ্যে বসবাসরত ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা

Update Time : ১০:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে বসবাসরত ইনাতনগর গ্রামবাসীর উন্নয়নে গঠন করা হয়েছে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট। শুক্রবার (৫ ডিসেম্বর) ইনাত নগর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি গঠনের মাধ্যমে ট্রাস্টের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। জানা গেছে, এলাকাবাসীর উন্নয়নে ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার পরিকল্পনা প্রায় পাঁচ বছর ধরে চলছে। ২০১৯ সালে যুক্তরাজ্যের লিডসে অনুষ্ঠিত ইনাত নগর গ্রামবাসীর এক অনুষ্ঠানে এই ট্রাস্টের প্রস্তাব অনুমোদন করে বাস্তবায়নের অনুমতি প্রদান করা হয়। সেই সিদ্ধান্তের পর ওলিউর রহমানকে প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল করিমকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে শুক্রবার এই ট্রাস্ট বাস্তব রূপ নেয়। কমিটির দায়িত্বশীলরা জানান, অনেকেই হয়তো জানতে চাইবেন যে, ট্রাস্ট উদ্বোধনে এত সময় লাগলো কেনো? এই দীর্ঘ সময় জুড়ে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যা সমাধানের জন্য সতর্কভাবে কাজ করতে হয়। অবশেষে সকল বাধা অতিক্রম করে ইনাত নগর গ্রামবাসীর কল্যাণে এই ট্রস্টের আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।

 

যুক্তরাজ্য বসবাসরত ইনাত নগর গ্রামবাসীর সবার সর্বসম্মতিক্রমে বহুল আকাঙ্ক্ষিত এই সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত গ্রামবাসীদের নিয়ে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সদস্য সংগ্রহ কাজ শুরু হবে। এলাকার উন্নয়নে এই সংগঠনটি সার্বিকভাবে কাজ করবে। আমরা এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য;

গ্রামের গরীব ও অভাবগ্রস্থদেরকে সহযোগিতা করা।

অভাবী মানুষের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে ক্ষুধা ও গৃহহীনতা প্রতিরোধে কাজ করা।

গ্রামের যুবসমাজের জন্য শিক্ষা ও বিনোদনমূলক কাজের সুযোগ সৃষ্টি করা।

গ্রামবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা।

আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি যে, ইনাত নগরের প্রত্যেক বাসিন্দা যেন এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন। আমরা সবাই একসাথে এগিয়ে এলে আমাদের সমাজের সবচেয়ে প্রয়োজনমুখী মানুষদের সহায়তা করা সহজ হবে।

যাদের বয়স ১৮ বৎসর বা এর উপরে তাদের সকলের জন্য সদস্যপদ উন্মুক্ত থাকবে।

ট্রাস্টের বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য বা ব্যাখ্যার প্রয়োজন হয়, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না।

বিনীত,

ওলীউর রহমান সভাপতি: আব্দুল করিম (লিডস্) সাধারণ সম্পাদক:

যুক্তরাজ্যে বসবাসরত ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ