ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের নির্দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদের আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল গ্রামে তাঁহার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ছাত্রনেতা রাজু আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, পৌর বিএনপি নেতা দিলু মিয়া, শামছুল ইসলাম, তকবুর মিয়া, উপজেলা বিএনপি নেতা আবুল লেইছ, পৌর বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জাকারিয়া আহমদ, সদস্য সচিব সাখাওয়াত হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু আইয়ুব আনসারী। পরে সিন্নি বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।










