আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নুরুল ইসলাম নাহিদ (২৮)। শনিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথে দুর্ঘটনার শিকার হওয়ার পর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এক সন্তানের জনক নুরুল ইসলাম নাহিদ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে গ্রামের ভেতরের রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে নাহিদের মাথা, মুখ ও চোখে মারাত্মক জখম হয়। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে তাঁর মাথার খুলির কয়েকটি জায়গা ফেটে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা মাওলানা জয়নাল আবেদীন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “২০-২৫ বছর আগে আমার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজ একইভাবে চলে গেল আমার আরেক ছেলে। এই শোক আমি কীভাবে সহ্য করব? আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতবাসী করেন।”। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে মাতম চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ