ইয়াকু্ব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে এমপি পদপ্রার্থী সৈয়দ তালহা আলমকে ঘিরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে উপচে পড়া জনসমাগম দেখা গেছে। উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর কেন্দ্রীক শনিবার (২৯ নভেম্বর) সন্ধা রাতে উঠান বৈঠক হাফেজ সৈয়দ ওযায়রুল হক মমনুর সভাপতিত্ব অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রায় ৩ শতাধিক গ্রামবাসীসহ সৈয়দ তালহা আলমের সমর্থকগোষ্ঠীর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ তালহা আলম জানান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মানুষের সামনে এবার একটি অভূতপূর্ব সুযোগ এসেছে। তিনি মনে করিয়ে দেন যে তিনি সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নেরই সন্তান এবং বহুদিন পর ইউনিয়নের মানুষ নিজেদের ঘর থেকেই একজন সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন। “আমি এই ইউনিয়নের সন্তান। এমন সুযোগ জীবনে একবারই আসে- নিজ ইউনিয়ন থেকেই সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো বহিরাগত প্রার্থী এখানে জায়গা করতে পারবে না,”- বলেন সৈয়দ তালহা আলম। তার এই বক্তব্যে উপস্থিত জনতা একযোগে সম্মতি জানিয়ে অঙ্গীকার করেন যে- পশ্চিম সৈয়দপুর সেন্টারে সৈয়দ তালহা আলমের বিজয় নিশ্চিত করতে তারা সর্বশক্তি দিয়ে কাজ করবেন। সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নে ঐক্য বজায় রাখতে এই সেন্টারে বাইরের কোনো প্রার্থীকে প্রভাব বিস্তার করতে দেবেন না। স্থানীয় মানুষরা জানান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে সৈয়দ তালহা আলমের প্রতিশ্রুতি তাদের নতুন আশা জাগিয়েছে। বৈঠকটি সুনামগঞ্জ- ৩ আসনে সৈয়দ তালহা আলমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে দিল এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে একটি শক্ত ভিত্তি তৈরি হলো।


জগন্নাথপুর সৈয়দপুরে সৈয়দ তালহা আলমের উঠান বৈঠকে ঐক্যের জোয়ার- “আগামীতে সংসদ সদস্য নিজের ঘরেই রাখতে হবে”
১ ডিসেম্বর ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন|
পোস্টটি ১৬০ বার পড়া হয়েছে








