নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণদের প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তরুণ-তরুণীদের কম্পিউটার এবং নারীদের সেলাই প্রশিক্ষণের এই কেন্দ্রটি চালু করা হয়েছে। রোববার বিকাল ৩ টায় প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। তিনি বলেন, দেশের অন্যান্য উপজেলার তুলনায় শান্তিগঞ্জ উপজেলার নারীরা কর্মসংস্থানে অনেক পিছিয়ে আছেন। তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে সার্টিফিকেট প্রদান করা হবে। পরবর্তীতে তারাই সরকারী সেলাই মেশিন পাবেন। এভাবে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। তিনি আরোও বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে আমাদের তরুণ শিক্ষার্থীদের অনেকেই কম্পিউটার স্কিলে অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের শতকরা ৯৫ ভাগ মেয়ে কম্পিউটার বিষয়ে একেবারেই অজ্ঞ। এইসব শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে আমরা দশটি কম্পিউটারের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। আশা করছি এখানে প্রশিক্ষণ নিয়ে তারা পরবর্তীতে সেই দক্ষতা কাজে লাগাতে পারবে। ভবিষ্যতে পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রমের পরিসর বড় করার পরিকল্পনা রয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, নাজির আবু বকর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, নির্বাহি সদস্য কুহিনূর রহমান নাহিদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমূখ।


শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
১ ডিসেম্বর ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন|
পোস্টটি ১৭০ বার পড়া হয়েছে








