নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। রোববার (৩০ নভেম্বর) আসর নামাজ শেষে পাগলা বাজারে কাঁন্দিগাও জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন কান্দিগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
১ ডিসেম্বর ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন|
পোস্টটি ১৯২ বার পড়া হয়েছে








