স্পোর্টস ডেস্ক :: লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও একটা সময় ম্যানচেস্টার সিটি ম্যাচে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়ে গিয়েছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিল ফোডেনের দারুণ গোলই সিটিজেনদের ৩-২ ব্যবধানের জয় এনে দেয়। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ফোডেন দারুণ এক গোল করে সিটিকে এগিয়ে দেন। ২৫তম মিনিটে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসকো গার্ডিওল ব্যবধান বাড়িয়ে প্রথমার্ধ শেষ করেন ২-০ তে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিডস ম্যাচে ফিরে আসে। এভারটনের সাবেক স্ট্রাইকার কালভার্ট লুইন ৪৯ মিনিটে ব্যবধান কমান। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে নামেচা গোল করে ম্যাচে সমতা ফেরান। প্রথম শট সিটির ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুমা ঠেকালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচ যখন সমতায় থেমে দুই পয়েন্ট হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল, ঠিক তখনই আবার সামনে আসেন ফোডেন। বক্সের সামনে থেকে রক্ষণভাগের ভিড়ের মধ্যেই বাঁ পায়ে জোরালো শট নিয়ে লক্ষ্যভেদ করেন। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ১৩ ম্যাচে ৮ জয়ের সঙ্গে তাদের পয়েন্ট ২৫।










