ডেস্ক রিপোর্ট :: নিখোঁজের এক দিন পর নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির অদূরে একটি নির্জন জমি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নুরাই মিয়ার ছেলে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে চরগাঁও এলাকার একটি পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে ভিড় করেন বিপুলসংখ্যক উৎসুক জনতা। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহতের পরিবারের অভিযোগ, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলছে না পুলিশ। এ বিষয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।










