আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট :: শাহাদাত হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (১৪) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা চালাত। ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এ সময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পাশের এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই ইয়াছিন বলেন, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে কিশোরকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ