নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ও সিলেট-১ (নগর ও সদর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী নেতা মাসুদুর রহমান মাসুদ। শনিবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, ছয়হারা পয়েন্ট, ডাবর পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন তিনি। এরপর পাগলা বাজার পূবালী ব্যাংকের পাশে এক সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বেই এনসিপি গঠিত হয়েছে। কাজেই আগামী নির্বাচনে জনগণ সেই দলের প্রতিক ‘শাপলা কলি’ প্রতিকে ভোট দেবে। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা সামাজিক মূল্যবোধ, মানবিক ও সাম্যের যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ গঠন করতে ব্যর্থ হয়েছি। গত সতেরো বছর আমরা একদলীয়, স্বৈরাচার শাসন ব্যবস্থা দেখেছি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমরা চাই তরুণরা বেশি করে সংগঠিত হবে এবং তরুণরা দেশের নেতৃত্বে আসবে এবং জুলাই গণ-অভ্যুত্থান যেভাবে তরুণদের নেতৃত্বে সফলকাম হয়েছে একইভাবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সামাজিক মুল্যবোধ ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি নেতৃত্ব দেবে। তিনি আরোও বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রবাসী হিসেবে যারা নেতৃত্ব দিয়েছেন আমি তাদের মধ্যে অন্যতম হিসেবে কাজ করে গেছি। আমি কোটা আন্দোলনে সারা পৃথিবীতে জনমত সৃষ্টি করেছি। প্রবাসে থেকে ভিপি নুর ও রাশেদদের পৃষ্টপোষকতা করেছি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসে থেকে বিহাইন্ড থেকে ডিপ্লোম্যাসিতে সহযোগিতা করেছি, নেটওয়ার্কিং করেছি। কাজেই আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৩ ও সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পাবো এবং আপনাদের দোয়া ও সহযোগিতায় সংসদে গিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করতে পারবো। এসময় এনসিপির জগন্নাথপুর ও শান্তিগঞ্জের এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রগঠনের সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না- এনসিপি নেতা মাসুদ
২৯ নভেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন|
পোস্টটি ১৬১ বার পড়া হয়েছে








