আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে আবারও আলোচনায় বিএনপির আক্তার

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, জগন্নাথপুর পৌরসভার সাবেক দুই বারের জননন্দিত সফল মেয়ার আক্তারুজ্জামান আক্তারকে দল থেকে বহিষ্কার প্রত্যাহারে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে সংশোধনী এনেছে দলটি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি আক্তারুজ্জামানের বহিষ্কার আদেশ বহাল থাকবে। এদিকে নতুন করে আবারও দলীয় আদেশে নেতা-কর্মীসহ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নতুন করে বহিষ্কার আদেশ বহাল থাকবে এ আদেশ দেওয়ার পর মানুষের মধ্যে ঘুরে ফিরে আলোচনার টেবিলে বিএনপির আক্তার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ