আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে প্রেমের টানে পালিয়ে যাওয়া কলেজ শিক্ষার্থী প্রেমিক-প্রেমিকা উদ্ধার

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে প্রেমের টানে পালিয়ে যাওয়া কলেজ শিক্ষার্থী প্রেমিক-প্রেমিকাকে ৬দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এস আই দ্বিপংকর হালদারের নেতৃত্বে একদল পোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত (১৯ নভেম্বর) প্রেমের টানে জগন্নাথপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থী হিন্দু প্রেমিকা ও মুসলিম প্রেমিক পালিয়ে যায়। অবশেষে জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রেমিকের মামার বাড়ি থেকে জগন্নাথপুর কলেজের দুই শিক্ষার্থী হিন্দু প্রেমিকা ও মুসলিম প্রেমিককে উদ্ধার করা হয়। প্রেমের টানে জগন্নাথপুর সরকারি কলেজের শিক্ষার্থী হিন্দু প্রেমিকাকে (১৭) নিয়ে পালিয়ে যাওয়ায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের তাজুদ মিয়ার ছেলে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিয়ান ইসলাম ইমন (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃত কলেজ শিক্ষার্থী প্রেমিক ইমনকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ