ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলহাজ্ব হযরত শাহ ইব্রাহীম মস্তান’র ওফাত দিবস উপলক্ষে হযরত কাইয়ুম শাহ মস্তানের বাড়িতে ২৫তম বার্ষিক দু’দিনব্যাপী ওরস মোবারক সম্পন্ন হয়েছে। উপজেলার আশারকান্দি ইউনিয়নে আলহাজ্ব হযরত শাহ ইব্রাহীম মস্তান’র ওফাত দিবস উপলক্ষে হযরত কাইয়ুম শাহ মস্তানের আশেকান ভক্তদের উদ্যোগে আশারকান্দি গ্রামে প্রতি বছরের ন্যায় এবারো মঙ্গলবার-বুধবার (২৫-২৬ নভেম্বর) দু’দিনব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হয়। দোয়া- মিলাদের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শাহ ইব্রাহীম মস্তান ও কাইয়ুম শাহ মস্তানের শত শত আশেকান ভক্ত ও হাজারো মানুষ ওরসে অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে বিখ্যাত শিল্পীরা গান পরিবেশন করেন। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে ভক্ত মুরিদানের এই মিলন মেলা সমাপ্ত হয়।


জগন্নাথপুরে কাইয়ুম শাহ মস্তানের বাড়িতে বার্ষিক ওরস মোবারক সম্পন্ন
২৭ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন|
পোস্টটি ১৭৮ বার পড়া হয়েছে








