ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান এর বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য ২০২১ সালের ১১ জানুয়ারী দলীয় শৃঙ্খলা অমান্য করে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে তিনি জয়লাভ করে মেয়র নির্বাচিত হন। তবে তাঁর নামে (আক্তার গ্রুপ) বৃহত্তর একটি অংশ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল। বিএনপির এ জনপ্রিয় নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের খবরে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকে জগন্নাথপুরের রাজনীতিতে নতুন মেরুকরণেরও আভাস ব্যক্ত করেছেন। তাদের প্রিয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের সুইন্ডন শাখা বিএনপির সাবেক সভাপতি এম এ কাহার, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবীবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ কয়েস, সাবেক আইন বিষয়ক সম্পাদক মাস্টার মিজানুর রহমান মিজান, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শামীনুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা আফরোজ আলী প্রমুখ।


জগন্নাথপুরে বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার: নেতাকর্মীদের তাৎক্ষণিক অভিনন্দন জ্ঞাপন
২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন|
পোস্টটি ১৬১ বার পড়া হয়েছে








