ডেস্ক রিপোর্ট :: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলেও একনেকে দেশের বিভিন্ন স্থানের জন্য নানা প্রজেক্ট পাশ হলেও সেখান থেকে সিলেট বঞ্চিত রয়েছে। বিগত সরকারগুলোর মতোই সিলেটকে বারবার উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, এই বঞ্চনার হাত থেকে সিলেটকে রক্ষার জন্য আমরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিভিন্ন দফতরে গিয়ে প্রতিবাদ করেছি। আগামীতে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে জনগণের খাদেম হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ সিলেট আর কোনো প্রজেক্ট থেকে বঞ্চিত থাকবে না। তাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ দিন। রোববার (রাতে) সিলেট নগরীর জালালাবাদ থানার ৯নং ওয়ার্ডের আখালিয়াঘাট এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত সভায় জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দীন, সেক্রেটারি জুনায়েদ আল হাবীব, জামায়াত নেতা অ্যাডভোকেট আজীম উদ্দীন, মাওলানা মুতিউর রহমান, মাওলানা মুফতি আলী হায়দার এবং বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম ও মাহবুবুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এদিকে একই রাতে মাওলানা হাবিবুর রহমান সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পিঠাকরা এলাকায় গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, শ্রমিক নেতা নাজমুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুল হক, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়সল আহমদ, ৩৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রুহুল আমিন জগলু, জামায়াত নেতা হাফিজ আব্দুল্লাহ, আব্দুল হান্নান, মাওলানা উসমান গনী, গুলজার আহমদ, পারভেজ আহমদ, হাফিজ আল ইমরান, হাফিজ আব্দুল আলিম ও আবুল খায়ের প্রমুখ। এছাড়া, এদিন রাতে তিনি জালালাবাদ থানার ৮নং ওয়ার্ডে আরও একটি নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন।


দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ দিন
২৪ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন|
পোস্টটি ১৯২ বার পড়া হয়েছে








