ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীর মামলায় অভিযুক্ত শিক্ষক স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ আদালত। বুধবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত দ্বিপক দাশ উপজেলার কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগী উপজেলার রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, ‘আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।’


জগন্নাথপুরে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে
২২ নভেম্বর ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন|
পোস্টটি ১১৩৮ বার পড়া হয়েছে








