ইমামুল ইসলাম রানা
প্রয়োজনের মুহূর্তে তুমি হবে সুপ্রিয়
মুখে তুলে কেবল তোমারই প্রশংসা—
মধুর মতো সুমিষ্ট কথারা ঝরঝর করে পড়বে,
তোমার উপস্থিতি যেন সমস্ত পথের আলো।
ভালোলাগার প্রেরণা দীপ্ত তুমি
সুপ্ততার উষ্ণ পরশ।
প্রয়োজন ফুরোলেই হাওয়া বদলে যায়,
কথার রংও পাল্টায়
প্রশংসিত মুখগুলোই
ছায়ার মতো পিছন ফিরে,
তোমার নামের পাশে ঢেলে দিবে শব্দের বিষ।
প্রতিটি মুহূর্তে তোমাকে ছোট করতে থাকবে
হোক সমাজে কিংবা আপন সত্বায়
বিশ্বের শীর্ষে কিংবা রাষ্ট্রে।
আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে
দুইটা দিক বিদ্যমান থাকে
রাত – দিন, সুখ- দুঃখ, প্রয়োজন -অপ্রয়োজন,
মানুষের এই দুই মুখ
দেখে জানতে পারি—
প্রশংসা কখনো কখনো মুদ্রার এক পিঠ,
আর বদনাম তারই উল্টো পিঠ,
বদলায় শুধু আবহাওয়া,
মানুষ বদলায় না।
তবু থেকতে হবে স্বচ্ছ নদীর মতো।
মনে রেখো কাদা ছোঁড়ে
নিজেকে ময়লা করো না।
কারণ কেজোরাই অকেজো হয়,
প্রিয়রা অপ্রিয় হয়,
মানুষ – অমানুষ হয়,
মানবরা – দানব হয়,
এটা কেবল সময়ের প্রয়োজনে।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।










