আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের উত্তরের মাঠে গত (১৪ নভেম্বর) রাত ২টার দিকে মিনিবার ফুটবল খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সৈয়দ সাইম ও সৈয়দ তাহমিদ আলী গুরুতর আহত সহ ৫জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সৈয়দ সাইম ও সৈয়দ তাহমিদ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার শাহারপাড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুজ্জামানের সভাপতিত্বে ও জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল হক কামালী, মাওলানা শাহ ইমরান কামালী, ছাত্রনেতা শাওন কামালী, নাঈম আহমদ নাকিব, ফাহাদ আহমদ কামালী, সাকিনুর আহমদ, সায়েক আহমদ, সৈয়দ হাসান আহমদ, ছাত্রনেতা সাঈম আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধনে বক্তারা বলেন, শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ সাইম ও সৈয়দ তাহমিদ আলীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, নোয়াগাঁও উত্তরের মাঠে (১৪ নভেম্বর) রাত ২টায় খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ