ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক থাকি, তাহলে কোনো শক্তি ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি বলেন, মতপার্থক্য ও ব্যক্তিগত বিরোধ ভুলে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জাতির মুক্তির সনদ’ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এবং হাদা-চানপুর উত্তর ও দক্ষিণ মহল্লায় পৃথক দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব কথা বলেন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই এই বিজয় ঠেকাতে পারবে না। আমাদের লক্ষ্য এক-ধানের শীষের জয়। এ বিজয় মানে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়। মিলন আরও বলেন, সুনামগঞ্জ–৫ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন-সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন-নির্ভর করছে নির্বাচনে ধানের শীষের সফলতার ওপর। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা জনগণের পক্ষে কাজ করব। আগামী প্রজন্মের উন্নত ভবিষ্যতের জন্য ধানের শীষকে জয়ী করতেই হবে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়; এটি খালেদা জিয়া ও তারেক রহমানের নীতির প্রতীক। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।


কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না- কলিম উদ্দিন মিলন
১৮ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন|
পোস্টটি ১১০৭ বার পড়া হয়েছে








