ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্লাসিক চেস্ ক্লাবের কার্যালয় উদ্বোধন, ক্লাবের উপদেষ্টা, ক্লাব কমিটির নেতৃবৃন্দ ও প্রবীণ দাবাড়ু বৃন্দকে সম্মাননা স্মারক প্রদান হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজার সংগঠনের কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্লাবের উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাহ্ এর সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ্ মাহফুজুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের বিশিষ্ট সমাজসেবক তাজ উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আবু তাহিদ, আব্দুল মতিন, আজমল খান, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

এসময় মোঃ সাজিদুর রহমান, সমাজসেবক ইমদাদুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আদনান আহমদ, মোঃ সেবলু মিয়া, দিলোওয়ার হোসেন, খালিক মিয়া, শামিনুর রহমান, আব্দুল ওয়াহাব, জাবেদ আহমদ, নাইমুল ইসলাম, মিরাজ উদ্দিন, আসকর আলী, অজিত দে, আনোয়ার হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।










