আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে। জানা যায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও উত্তরের মাঠে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধা রাত থেকে শুরু হয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলা। রাত ২টার দিকে খেলার মাঠে দুপক্ষের কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহতসহ ৫ জন আহত হয়েছেন।

খেলার মাঠে সংঘর্ষে আহতরা হলেন, শাহারপাড়া গ্রামের সৈয়দ মোস্তাক আলীর ছেলে গুরুতর আহত সৈয়দ তাহমিদ আহমদ (২২), সৈয়দ ছাইম আহমদ (১৫), শাহারপাড়া গ্রামের সিতাই কামালীর ছেলে হোসাইন আহমদ কামালী (২৫)। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ