আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিএনপি নেতাকে নিয়ে ফেইসবুকে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটঁগাও ইউনিয়নের বিএনপির আহবায়ক জুনেদ আহমেদ তালুকদারকে নিয়ে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। কিচু কুচক্রী মহল জুনেদ তালুকদারের প্রতি ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন যাবত একের পর এক মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ছড়াচ্ছেন। বিগত কয়েক মাস আগে হাওরে জেলেদের মাছ ধরার একটি ভিডিও ইডিট করেও তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়। এতে শান্তিয় প্রিয় শাল্লা উপজেলার মানুষের মধ্যে এই প্রচারকে কেন্দ্র করে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়। অনেকের ভাষ্যমতে এইসব ভিডিও এবং লিখনি একেবারেই মিথ্যা বানোয়াট। একটি মহল শান্তি প্রিয় মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এসব ভিডিও প্রকাশ করে যাচ্ছে। শাল্লা উপজেলা বিএনপির এক নেতা জানান, জুনেদ আহমেদ তালুকদার ও তার পরিবারকে এলাকার সবাই চিনেন। আমাদের এলাকায় তাদের পরিবারের অনেক সুনাম রয়েছে। জুনেদ আহমেদ তালুকদার শাল্লা অঞ্চলের বিএনপি’র নিবেদিত প্রাণ। পতিত আওয়ামী সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি অনেক নির্যাতিত হয়েছেন। একটি কুচক্রী মহল আক্রোশের বসত তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দিনের পর দিন মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ছড়াচ্ছে। আমরা এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও ও লিখনীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা প্রশাসনের প্রতি আমাদের প্রাণের দাবী এই ফেইসবুক আইডি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য।

আটগাও ইউনিয়নের আরেক বাসিন্দা জানান, আমাদের জুনেদ আহমেদ তালুকদার বিএনপি পরিবারের সন্তান। জুনেদ একদিনে তৈরী হয়নি। ভালো মানুষের পিছনে কিছু শত্রুরা থাকবেই। এটা দুনিয়ার নিয়ম। জুনেদ সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন, শাল্লা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আমাদের আটগাও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক। অনেক আন্দোলন সংগ্রাম অতিক্রম করে জুনেদ এই জায়গাতে আসছেন। তার বিরুদ্ধে শত্রু থাকাটা নতুন কিছু নয়৷ কিছু অসৎ মানুষ তার উপর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার ছড়াচ্ছেন। বিষয়টি আসলেই দূ:খজনক। আমারা আইনশৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি।
সাবেক ছাত্রদল নেতা ও আটগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক জুনেদ আহমেদ তালুকদার বলেন, অনেক চড়াই উৎরাই পাড় করে দীর্ঘ ১৬টি বছর অতিক্রম করেছি। আমি সে দিন বাজারে মানুষজনের শৃঙ্খলার জন্য এক ট্রাকের ড্রাইভারের সাথে কিঞ্চিত কথা-কাটাকাটি করেছিলাম। আমি বিএনপি করি বলে একদল কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে অন্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়। তা আসলেই অত্যান্ত বেদনাদায়ক। আমি ও আমার পরিবার সম্পর্কে এলাকার অনেকেই অবগত। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমার মান সম্মান হানি করা হচ্ছে। আমি শীঘ্রই এসব ফেইসবুক ও কুচক্রী মহলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ