ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মারুফ আহমদ খোকন কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়া দারুল কোরআন সৈয়দপুর মাদ্রাসায় ছবাহী মক্তব’র সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর সকাল ৭টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে সবক প্রদান করেন শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী। তিনি বলেন, মক্তব শিক্ষা হচ্ছে শিশুদের ঈমান বৃদ্ধির দুর্গ, ধর্মীয় মূল্যবোধের পাঠশালা, ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর। মক্তব মুসলমানদের আদি ও মৌলিক শিক্ষাক্রম। একজন মুসলমান হিসেবে যতটুকু জ্ঞানার্জন জরুরি, তার সিংহ ভাগ মক্তব থেকেই অর্জন করা সম্ভব। মসজিদে মসজিদে চালু হয় মক্তব শিক্ষা, যার মাধ্যমে প্রতিটি শিশু ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারে। মক্তবে সহিহ-শুদ্ধভাবে সুরা-কিরাত পড়ার যোগ্যতা অর্জন, বিশুদ্ধভাবে নামাজ আদায়ের মাসয়ালা শেখানোর সঙ্গে সঙ্গে অজু, গোসল, তায়াম্মুম, দোয়া-দরুদ, কলেমা, নামাজ, রোজা, মৃত ব্যক্তির গোসল, কাফনের কাপড় পরানো, দাফন করার নিয়মসহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখানো হয়। সকালের মক্তবে যারা পড়েছে, তাদের সহজে কেউ ঈমান হারা করতে পারে না। শিশুর মন নরম কাদামাটির মতো। এই হৃদয়ে যখনই সে গেঁথে নিয়েছে- ‘আমানতু বিল্লাহি কামাহুয়া ও আমানতু বিল্লাহি ওমালা ইকাতিহি…।’ তখন তার হৃদয়টা শক্ত ঈমানে বেষ্টিত হয়েছে। লোভ-লালসা কিংবা দুনিয়াবি কোনো কারণে ফরজ বিধানগুলো সাময়িক ছেড়ে দিতে পারে; কিন্তু ঈমান কখনো ছাড়বে না। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মারুফ আহমদ খোকন, মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওঃ মুফতি সৈয়দ আব্দুর রহমান, মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ তফজ্জুল হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ জুমানুর রহমান, হাফিজ সৈয়দ শামিম আহমদ, মাওঃ সৈয়দ আব্দুল আহাদ, শেখ ফটিক মিয়া, সৈয়দ শিপন আহমদ, বিলাল আহমদ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন চৌধুরীবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ সৈয়দ আবু আলী। ছবাহী মক্তবে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদেরকে সবক প্রদান করা হয়।











