আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সিলেটের কৃতি সন্তান ফয়েজ আহমেদ হাইকোর্টের বিচারপতি

ডেস্ক রিপোর্ট :: সিলেটের হবিগঞ্জের কৃতি সন্তান ফয়েজ আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশে তাঁর এ নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। বিচারপতি ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে বিচার বিভাগে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অস্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হবিগঞ্জের মানুষ তাঁর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, ফয়েজ আহমেদের মতো যোগ্য ও মেধাবী ব্যক্তিত্বের উত্থান হবিগঞ্জের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাঁর এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ