ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে শামীম আহমদ (৩৫) নামের এক ব্যক্তি সুলফির আঘাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গোতগাঁও গ্রামের টমটম চালক রবিউল মিয়া ও শামীম আহমদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে শামীম আহমদ ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।










