১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই-শাল্লা খেজুর গাছ প্রতীকে নির্বাচনে যাবো ইনশাআল্লাহ: ড. শোয়াইব

  • Update Time : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে তার নেতৃত্বে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শরীফপুর নামক স্থান থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শরীফপুর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমী এবং সঞ্চালনা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. মাওলানা শোয়াইব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক চৌধুরী। বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, দিরাই-শাল্লা আসন বাদ দিয়ে বিএনপির সঙ্গে কোনো জোটবদ্ধ নির্বাচন হবে না। জোট হোক বা না হোক, ইনশাআল্লাহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। তিনি আরও বলেন, আমি এই অবহেলিত অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। সভা শেষে খেজুর গাছ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে দিরাই পৌর শহর। শোডাউনে উপজেলা ও পৌর জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত, ছাত্র জমিয়তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাই-শাল্লা খেজুর গাছ প্রতীকে নির্বাচনে যাবো ইনশাআল্লাহ: ড. শোয়াইব

Update Time : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ডেস্ক রিপোর্ট :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে তার নেতৃত্বে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শরীফপুর নামক স্থান থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শরীফপুর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমী এবং সঞ্চালনা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. মাওলানা শোয়াইব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক চৌধুরী। বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, দিরাই-শাল্লা আসন বাদ দিয়ে বিএনপির সঙ্গে কোনো জোটবদ্ধ নির্বাচন হবে না। জোট হোক বা না হোক, ইনশাআল্লাহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। তিনি আরও বলেন, আমি এই অবহেলিত অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। সভা শেষে খেজুর গাছ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে দিরাই পৌর শহর। শোডাউনে উপজেলা ও পৌর জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত, ছাত্র জমিয়তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ