আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকাল ৪ টায় উপজেলার এফআইভিডিবি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুন নুর চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষার নির্বাহি পরিচালক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ। সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, আল-হেরা একাডেমির প্রিন্সিপাল দেলোওয়ার হোসেন, সিলেট স্কলার্সহোমের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মৌমি আক্তার, বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী সেজুতি মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী আয়শী দাশ পরশী। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ