আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো

আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে লিফলেট বিতরণ, ঊঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেছেন, সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয় সংসদের হুইপ এবং জজকোর্র্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। আমার পিতার পর গত ১৭টি বছরে উত্তর সুরমা এলাকায় কোন সুসম উন্নয়ন হয়নি। আমি আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এমপি প্রার্থী হতে চাই। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আমাকে দলের মনোনয়ন দেন তাহলে আমি ওয়াদা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো সকল মানুষের সেবায় বিলিয়ে দেব। এমপি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে ধারারগাঁও সুরমা সেতু বাস্তবায়ন করা। এছাড়া উত্তর সুরমার ৩ ইউনিয়নসহ বঞ্চিত উত্তর সুরমা এলাকা নিয়ে একটি পৃথক থানা গঠনের জন্য আমি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয় সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম এডভোকেট ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার আবিদুল হক আবিদ এসব কথা বলেন। এর আগে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজার থেকে একটি বিশাল গণমিছিল নিয়ে স্থানীয় বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ করেন তিনি। সেখানে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরন শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন। বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান বিএনপি নেতা জননেতা উসমান গনীর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ, বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান,পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন,সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক, এডভোকেট শায়েস্তা উদ্দিন,এডভোকেট তৌহিদুজ্জামান চৌধুরী,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া মেম্বার, রাসেল মিয়া,রঙ্গারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ, মোঃ রিপন মিয়া,গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক,আলম হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ