আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিশ্বনাথে শতাধিক সুুবিধাবঞ্চিচ রোগীর চোখের অপারেশন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: ‘অসহায় মানুষের পাশে, মানবতার অভিযানে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে সুুবিদাবঞ্চিত, অসহায় ও নিপীড়িত শতাধিক বয়স্ক নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে ‘সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন’। ২৩ অক্টোবর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিউ লাইফ চক্ষু হসপিটালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের চক্ষু বিশেজ্ঞ ডা. এম আব্দুল বাছিত ও নিউ লাইফ চক্ষু হসপিটালের ডাক্তার ও নার্র্সের সমন্বয়ে শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশন, ল্যান্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়া হয়। সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ডিরেক্টর কেএইচ ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ডিরেক্টর আসাদুল ইসলাম, নিউ লাইফ চক্ষু হসপিটালের ক্যাম্প ইনচার্জ সৈয়দ রেদুয়ান আহমদ, ডা. মোহাম্মদ সুুহেল রানা, মাসুম আহমেদ, মোহাম্মদ মেসবাহ উদ্দিনসহ হসপিটালের স্টাফ ও নার্সরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, আর্তমানবতার সেবায় হতদরিদ্র মানুষের কল্যাণে সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মতো বৃত্তশালী ব্যক্তিদের এই ধরণের মহতি কাজে আরও এগিয়ে আসতে হবে। অপারেশন শেষে প্রত্যেক রোগীকে সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি ঔষধ ও গিফট প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন সৈয়দ আব্দুর রাজ্জাক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ