এদিকে বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা আজও বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষে জড়িয়েছেন। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের নিয়ে গাংনীর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের ওপর এবং আমজাদের কার্যালয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় নলতায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলমের অনুসারীরা। অন্যদিকে, মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা ও রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।