আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





জগন্নাথপুরে গরিব ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২য় ধাপে ৫০টি পরিবারে ছাগল উপহার

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর, সুনামগঞ্জ) :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে” এলাকার গরিব ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে “পঁচিশের স্বাবলম্বী” নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে। তিনটি ধাপের কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে দেশীয় উন্নত জাতের “ব্ল্যাক বেঙ্গল” ৫০টি ছাগল প্রদান করা হয়। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর বাজারে কর্মসূচির ২য় ধাপে আনুষ্ঠানিকভাবে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী কাচা মিয়ার সভাপতিত্বে রিপন আহমদ ও সৈয়দ তাহমিদ আহমদের যৌথ পরিচালনায় ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় ও সফল চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মাওঃ শেখ জাকারিয়া আহমদ, সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দপ্তর সম্পাদক কোহিনুর আহমদ, বাবু মিয়া, আলমগীর জিম্মাদার, আবু তাহের, মাতাব আলী, শাহিন আহমদ তালুকদার, আব্দুল লতিফ, আব্দুল অদুদ, সমাজকর্মী জঙ্গীনুর আহমদ জিবন, সৈয়দ জিলানী আহমদ, মাসুম আহমদ, আবিদ সরদার, এনামুল হক শিপু, ফয়জুননুর প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শামছুল ইসলাম। এ সময় বিশিষ্ট মুরুব্বি আজিজ মিয়া, ফিরোজ মিয়া, সুনু মিয়া, সৈয়দ জিলু মিয়া, ছত্তার মিয়া, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন (রুয়েল মেম্বার), কাওছার আহমদ, আশ্বাদুর রহমান, কদ্দুস মিয়া, রুবেল মিয়া, নুর আলম সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, “পঁচিশের স্বাবলম্বী কর্মসূচি এলাকার হতদরিদ্র মানুষদের শুধু দানের উপর নির্ভরশীল না রেখে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ। তিনটি ধাপের কর্মসূচির প্রথম ধাপের মতো ২য় ধাপে আরো ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। ৩য় ধাপের অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৫০টি পরিবারকে আমরা ছাগল উপহার দেব।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ