আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৫

ডেস্ক রিপোর্ট :: সড়কের পাশের সরকারী জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনয়নের গাজিরবাজার পয়েন্টে। আহতদের মৌলভীবাজার ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতরা হলেন- জরিফ মিয়া (৬০), ডলু মিয়া (৩০), পারভেজ মিয়া (৩৩), রিয়াজ ইসলাম (৪৫), মসুদ মিয়া (৫০) সেজন মিয়াসহ (২৫) অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতেদরে মৌলভীবাজার ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের আলীচরগাও-ফরিদপুর গ্রামের সড়কের পাশে সরকারী একটি ডোবা রয়েছে। ডুবাটি পিছনের জমির পূর্বের মালিক হামজা দখলে ছিল। সম্প্রতি হাতবদল হয়ে জমিরি মালিক বনে যান একই এলাকার জরিফ মিয়া। জমি ক্রয়ের পর ওই ডোবাটি নিজেদের দখলে নিতে গেলে হামজা মিয়া ও জরিফ মিয়ার মধ্যে বিবাধ শুরু হয়। বিষয়টি গত এক বছর থেকে চলমান থাকলেও স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এছাড়াও জরিফ মিয়ার ক্রয়করা জমিতে আদালতে শফি মামলা করেছেন হামজা মিয়ার ভাই কুতুব মিয়া। এদিকে ওই ডোবা দখলে নিতে কচুরিপানা পরিষ্কার করতে যান জরিফ মিয়ার লোকজন। এসময় হামজা মিয়ার লোকজন বাধা দেন। এনিয়ে উভয়পক্ষ দখল পাল্টা দখল করতে থাকেন। স্থানীয় লোজকন বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। পরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ফলে ১৫ জন আহত হয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ