আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মাছিমপুর প্রিমিয়ার লীগ ২০২৫ (সিজন -৫) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দি এইড হাই স্কুল অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমেদ,।মিসবাহ আহমেদ মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের কমিটির সদস্য আব্বাস আহমদ, কয়েস আহমেদ, সমাজসেবক সঞ্জয় সিনহ ও তারেক আহমেদ, এমাদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের সদস্য সোহেল, ওয়াকিল, রিপন, মামুন, হাসান, আমিন, অমি, রিমন, হেলাল প্রমুখ। খেলা উদ্বোধন পূর্বে সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক ও মাছিমপুর এলাকার কৃতি সন্তান মরহুম আবুল মোহাম্মদ ও মাছিমপুর এসোসিয়েশনের সাবেক ক্রিকেটার দুলাল আহমদ এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। খেলায় অংশগ্রহণকারী দল হলো: মাছিমপুর ভিক্টোরিয়ান্স, মাছিমপুর সিক্সার্স, মাছিমপুর ব্লাক আর্মিজ, মাছিমপুর পাওয়ার হিটার্স, হান্টার ওয়ারিয়র্স, মাছিমপুর থান্ডার স্টাইকার্স, মাছিমপুর রয়াল এভেঞ্জার্স ও মাছিমপুর রাইজিং স্টার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক বন্ধনের এক অনন্য প্রতীক। আজকের তরুণ প্রজন্মকে মোবাইল বা সামাজিক মাধ্যমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মাঠে ফিরে আসতে হবে। ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা আমাদের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও আত্মনিয়ন্ত্রিত হতে শেখায়। মাছিমপুর প্রিমিয়ার লীগ-এর মতো আয়োজন তরুণদের উৎসাহিত করে, তাদের স্বপ্ন দেখায়, একদিন তারা জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ