আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা «» স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন «» জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা «» শান্তিগঞ্জে গ্রামীণ সড়কে ১০ কোটি টাকার কাজ: সড়কের কাজে আ’লীগের ইউপি চেয়ারম্যানের থাবা! ১ কোটি টাকা চাঁদা দাবি «» প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে «» ‘কাজী হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও’ «» শান্তিগঞ্জে ইউএনও’কে বিদায় সংবর্ধানা দিয়েছে এলজিইডি «» সিলেটের সমাবেশে ৮ দল আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে: জামায়াত আমির «» সিলেট-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা «» সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত





১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের ১৫ মাসে আমার যথেষ্ট সাফল্য আছে। আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গভর্মেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের ১৫ মাসে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো নির্মাণে যেখানে দুর্নীতি হয়েছে- এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা আমাদের অতিসত্বর রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। গতকাল ওই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৬ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমি চেষ্টা করেছি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে। তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ