ডেস্ক রিপোর্ট :: দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান সুনামগঞ্জ-৪ আসন সমন্বয় কমিটি। বৃহস্পতিবার বাদ যুহর শহরের দারুল হিকমাহ অফিসে সমন্বয় কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সুনামগঞ্জ পৌরসভার সভাপতি মাওলানা রুকন উদ্দীন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কাসেম সাইদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, জমিয়ত নেতা মাওলানা তৈয়্যিবুর রহমান বাণিপুরী, মাওলানা তায়েফ আহমদ, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে বলেন একটি চিন্থিত মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। গুম খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে প্রশাসনকে ব্যবহার করছে। নেতৃবৃন্দ সুনামগঞ্জের আলোচিত খুন মাওলানা মুশতাক হত্যার এখনো কোন ক্লু বের করতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। সব জায়গায় ফ্যাসিস্টদের দোসর বসে আছে। সমাজের আমূল পরিবর্তনে আলেম উলামাদের সংসদে পাঠানোর বিকল্প নেই। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জমিয়তের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর পক্ষে জনমত তৈরী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


সুনামগঞ্জ- ৪ আসন জমিয়তের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৫, ১:৪০ পূর্বাহ্ন|
পোস্টটি ১৪৫ বার পড়া হয়েছে








