নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে সুনামগঞ্জ সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের সচেতন নাগরিকবৃন্দ নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন পরিষদের আয়োজনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাই’র রাস্তা পয়েন্টে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে আয়োজক সদস্য শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক মোঃ আবু সঈদ ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালেক খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সদস্য সুনামগঞ্জ জেলা মোটর চালকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু। মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলার আমির হাফেজ আবু খালেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য সলিব নুর বাচ্চু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী,
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুজাহিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, ৭১টিভি’র জেলা প্রতিনিধি মোঃ শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ বিএনপি’র পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির আহ্বায়ক আওলাদ হোসেন, ইসলামী আন্দোলন নেতা ক্বারী মাওলানা মুহিবুল হক, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, ইসলামী আন্দোলন শান্তিগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সদর উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা ওয়াক্কাছ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য ইমদাদুল হক, সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মনজুর আহমদ, সহ সভাপতি মোঃ আলীনুর মিয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমান, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা রায়হান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ, সদর উপজেলা ছাত্রদল নেতা মাছুম আহমদ, শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইমাম আহমেদ শফি। এসময় সুরমা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সেলিম আহমেদ, উপজেলা বিএনপি’র জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সদস্য মহির উদ্দিন, জিয়াউল হক, উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া, উপজেলা বিএনপি নেতা মোঃ তৈয়ব আলী, বিএনপি নেতা আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, আয়োজক সদস্য বিএনপি নেতা আব্দুস শহীদ, জহিরুল ইসলাম, ব্যবসায়ী রাজন চন্দ্র দেব সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশাল মানববন্ধন
৩০ অক্টোবর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন|
পোস্টটি ১১৮৪ বার পড়া হয়েছে








