আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ

ডেস্ক রিপোর্ট :: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আগামী নভেম্বরে সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। সূত্রে জানা গেছে, আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্মের রং এবং কাপড়ও নির্ধারণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে দেখা যাবে। ১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিট নতুন পোশাক পাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ