আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





জগন্নাথপুরে অপহরণের ৩ দিন পর স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী আটক

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের তিন দিন পর এক স্কুল ছাত্রকে জনতার সহযোহিতায় উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অপহৃত ৭ম শ্রেণীর স্কুলছাত্র ১৪ বছরের ওই শিশুর নাম ফরহাদ মিয়া। সে উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর গ্রামের মোঃ জিলু মিয়ার ছেলে। আর অপহরণের অভিযোগে আটক হওয়া যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের উমর আলীর ছেলে শাহনুর আহমদ (২৫)। জানা গেছে, গত রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট নগরীর ওসমানী মেডিকেল (নবাব রোড) এলাকা থেকে অপহরণকারী শাহনুর আহমদ স্কুলছাত্র ফরহাদ মিয়ার মুখ চেপে জোর করে তাকে টেনে হিচঁড়ে সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে স্কুলছাত্র ফরহাদ মিয়া বাসাতে না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) অপহরণকারী শাহনুর আহমদকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার এলাকায় স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ অপহৃত স্কুলছাত্র ফরহাদ মিয়াকেও উদ্ধার করে এবং অপহরণকারী শাহনুরকে আটক করে থানায় নিয়ে আসে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ