ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দেওয়া এক প্রতারক ধরা পড়েছেন র্যাবের জালে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ফার্মেসিকে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব এ অভিযান চালায়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে ‘হেতিমগঞ্জ মা মেডিকেল হলে’ অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানের মালিক নির্মল কুমার বিশ্বাস (৬০) এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে (৪৬) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


সিলেটে চিকিৎসক পরিচয় দেওয়া প্রতারককে ধরলো র্যাব
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন|
পোস্টটি ১৮৪ বার পড়া হয়েছে








