ইয়াবুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খাদ্যবান্ধব চাল বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করেছেন বলে এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে। জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রসুলগঞ্জ বাজারের খাদ্য বান্ধব ডিলার আনোয়ার হোসেন সকালে নিজ গুদাম থেকে খাদ্য বান্ধব ৮ বস্তা চাল মিশুক গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করেন। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আটককৃত চাল পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আঙ্গুর মিয়ার জিন্মায় রাখেন। স্থানাীয় সমাজকর্মী যুবনেতা রাসেল বক্স জানান, এসব গরিবের খাদ্য বান্ধব চাল গরিবের মধ্যে বিতরণ না করে ডিলার গাড়ি দিয়ে চাল বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই। ছাত্রনেতা জাকারিয়া হোসেন জানান, সরকার উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দিয়েছে। সেই চাল ডিলারের বাড়িতে নেওয়ার জন্য নয়। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।


জগন্নাথপুরে জনতার হাতে খাদ্য বান্ধবের চাল আটক
২৮ অক্টোবর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন|
পোস্টটি ১২০৫ বার পড়া হয়েছে








