আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ছাতকের হাফিজ আদিল আহমদ’র হিফযুল কুরআন অ্যাওয়ার্ড লাভ

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে দশ বছর বয়সী হাফিজ আদিল আহমদ কৃতিত্বের সাথে লাভ করেছে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড। শনিবার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৩ তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবে তাঁকে অ্যাওয়ার্ডসহ প্রদান করা হয়েছে পাগড়ী, ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী। হাফেজ আদিল আহমদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের ইতালী প্রবাসী, বিশিষ্ট লেখক, সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা শামীম আহমদ ও গৃহিণী সোহেনা বেগম এর এক মাত্র ছেলে। সে সিলেট মিরাবাজারস্থ তানযীমুল উম্মাহ মাদরাসার হিফয বিভাগের  শিক্ষার্থী। পাশাপাশি সে ওই মাদরাসায় পঞ্চম শ্রেনিতে অধ্যায়ন করছে। বাংলাদেশ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে দিনব্যাপী কুরআন তেলাওয়াত হামদ-নাত ও আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্ঠা আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা কামাল উদ্দিন জাফরী, ড. মিজানুর রহমান আজহারী, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রেফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শামছুল আলম প্রমুখ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের আওতাধীন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ পুরস্কার প্রদান করা হয় অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের পিতা-মাতাকে। হাফেজে কুরআন, আলেমে দ্বীন ও ইসলামের দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় হাফেজ আদিল আহমদ। এই কৃতিত্বের জন্য পিতা-মাতা ও সম্মানীত ওস্তাদগনের প্রতি সে কৃতজ্ঞ। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ