ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পীরে কামিল ইব্রাহিম শাহ মাস্তান মুজাররদে শ্রীপুরী (রহ.) সুযোগ্য খলিফা আলহাজ্ব সৈয়দ আকিল শাহ মাস্তান চিশতীয়া কাফেলার উদ্যোগে সৈয়দ আকিল শাহ মস্তানের পিতা সৈয়দ চান্দ আলী শাহ’র ওফাত দিবস উপলক্ষে ৪৬তম বার্ষিক দু’দিনব্যাপী ওরস মোবারক সম্পন্ন হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আকিলপুর গ্রামের প্রতি বছরের ন্যায় এবারো শুক্রবার-শনিবার (২৪-২৫) অক্টোবর দু’দিনব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হয়। দোয়া- মিলাদের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে সৈয়দ আকিল শাহ ও পীর ইব্রাহীম শাহ মস্তানের শত শত ভক্ত- মুরিদানগণ ও হাজারো মানুষ ওরসে অংশ নেন। স্বনামধন্য বাউল শিল্পি বাউল সিরাজ উদ্দিন সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিখ্যাত শিল্পীরা গান পরিবেশন করেন। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে ভক্ত মুরিদানের এই মিলন মেলা সমাপ্ত হয়। উল্লেখ্য, আকিলপুরে বছরে দুইটি বার্ষিকী ওরস অনুষ্ঠিত হয়। একটি প্রতি মাঘ মাসের ১৭, ১৮ ও ১৯ মাঘ ৩ দিন ব্যাপি ওরস অনুষ্ঠিত হয় তাহার পীর ইব্রাহীম শাহ’র নির্দেশে। এ বছরের আগামি মাঘ মাসে বার্ষিকী ৪৮তম ওরস অনুষ্ঠিত হবে।


জগন্নাথপুরে সৈয়দ আকিল শাহ’র বাড়িতে ওরস মোবারক সম্পন্ন
২৭ অক্টোবর ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন|
পোস্টটি ১১৫৮ বার পড়া হয়েছে








